মিথুন ও তাল্লু স্পিনিংয়ের এজিএম পেছাল
দ্য রিপোর্ট প্রতিবেদক: অনিবার্য কারণবশত মিথুন নিটিং এবং তাল্লু স্পিনিংয়ের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পেছানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মিথুন নিটিংয়ের ২২তম এবং তাল্লু স্পিনিংয়ের ২৪তম এজিএমের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর, শুক্রবার।
এদিন সকাল সোয়া ১১টায় মিথুন নিটিং এবং দুপুর ১২টায় তাল্লু স্পিনিংয়ের এজিএম অনুষ্ঠিত হবে। উভয় কোম্পানির এজিএমের স্থান নির্ধারণ করা হয়েছে তাল্লু স্পিনিংয়ের ফ্যাক্টরি প্রাঙ্গণ, কলতাপাড়া বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।
এর আগে ১২ ডিসেম্বর বঙ্গজের ফ্যাক্টরি প্রাঙ্গণ, দৌলতপুর, চুয়াডাঙ্গায় এ দুই কোম্পানির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
(দ্য রিপোর্ট/এস/এইচকে/ডিসেম্বর ৮, ২০১৩)