জামায়াতের সঙ্গে তারানকোর বৈঠক বিকেলে
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে রবিবার বিকেলে বৈঠক করবেন ঢাকা সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রবিবার বিকেল সাড়ে ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এছাড়া বিষয়টি দলের প্রচার বিভাগ থেকেও নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে জামায়াতের ৪-৫ জন নেতা উপস্থিত থাকবেন। তবে কারা কারা এ বৈঠকে অংশ নেবেন তা জানানো হয়নি।
নির্বাচনকালীন চলমান সঙ্কট নিরসন, যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত জামায়াতের সহকারী সেত্রেুটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায় ও দলের নিবন্ধন ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, দশম সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে চলমান সহিংসতা, রাজনৈতিক অস্থিতিশীলতা ও অচলাবস্থা অবসানে জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকো রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করছেন।
সফরের প্রথম দিন শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সঙ্গে বৈঠক করেন। এরপর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগের প্রতিনিধি দল এবং বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে তারানকোর বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে রবিবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে এবং দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের সহকারী মহাসচিব।
সফরের শেষ দিনে ১০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সফরের বিষয়ে অবগত করবেনতারানকো।
উল্লেখ্য, জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো এর আগে গত ১০ মে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। সে সময় তিনি সঙ্কট নিরসনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সমঝোতায় পৌঁছার তাগিদ দেন।
(দ্য রিপোর্ট/কেএ/ডব্লিউএস/এস/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)