ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : সেবা ও আবাসন খাতের ইস্টার্ন হাউজিং প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ অক্টোবর ২০১৩ সমাপ্ত (আগস্ট-১৩ থেকে অক্টোবর-১৩) প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির কর পরবর্তী মুনাফা ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৪৪ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা এবং ০.৩০ টাকা। তবে প্রস্তাবিত ১২.৫ শতাংশ বোনাস শেয়ারের হিসাবে প্রথম প্রান্তিকে এ কোম্পানির ইপিএস হবে ০.৩৯ টাকা। একই হিসাবে আগের বছরের একই সময়ে ইপিএস হবে ০.২৬ টাকা।
(দ্য রিপোর্ট/এস/হা/এইচকে/ডিসেম্বর ৮, ২০১৩)