দ্য রিপোর্ট ডেস্ক : ঘরের মাঠে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসেলের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে তারা।

১৯৭২ সালের ফেব্রুয়ারির পর এবার প্রথম ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ জিতল নিউক্যাসেল। আর ২০০২ সালের মে মাসের পর এ নিয়ে দ্বিতীয় বারের মতো এখানে হারের স্বাদ গ্রহণ করল ম্যানচেস্টার ইউনাইটেড।

রুনিকে ছাড়াই খেলতে নামা ম্যানইউ সুবিধা করতে পারেনি। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে গোল পায় নিউক্যাসেল। মিডফিল্ডার ইয়োয়ান ক্যাবের করা একমাত্র গোলটিই জয় এনে দেয় অতিথিদের। পরে আর গোলের দেখা পায়নি ম্যানইউ।

গত বুধবার এভারটনের কাছে একই মাঠে ১-০ গোলের ব্যবধানে হেরেছিলো রুনির দল। আর্সেনালের সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধানে ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ২২। এক ম্যাচ কম খেলে আর্সেনালের সংগ্রহ ৩৪।

অপর ম্যাচে ওয়েস্টহেমকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল। আগের ম্যাচের হ্যাট্রিকম্যান লুইস সুয়ারেজ এই ম্যাচেও একটি গোল করেছেন। এটি লীগে তার ১৪তম গোল। অপর গোলটি করেছেন মামাদু শাখো। বাকি দু’টি গোল হয়েছে আত্মঘাতী।

অপর ম্যাচে স্টোকসিটির কাছে ৩-২ গোলে হেরেছে চেলসি। ২-২ গোলের সমতায় খেলার শেষ মুহূর্তে আসাইদির জয়সূচক গোল করলে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্টোকসিটি। আর এই হারের কারণে ২ নম্বর থেকে ৩ নম্বরে নেমেছে মরিনহোর দল।

(দ্য রিপোর্ট/এমআই/এস/জেএম/ডিসেম্বর ৮, ২০১৩)