ছাত্রদল নেতা আশিক তিন দিন ধরে নিখোঁজ
দ্য রিপোর্ট প্রতিবেদক : ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক মফিজুর রহমান আশিক বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। তার পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত ৮টায় চট্টগ্রাম থেকে ০১৯১৭৫১৭৭৭৭ নম্বরে বিকাশের মাধ্যমে তার জন্য কিছু টাকা পাঠানো হয়। টাকা প্রাপ্তির বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য রাত সাড়ে ৮টার দিকে তার মোবাইলে (০১৯১৩১৬১৪৫১) ফোন করলে রিসিভ করে অন্য কেউ। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরে নিয়ে গেছে বলে মনে করছেন তার পরিবারের সদস্যরা।
শনিবার মিরপুর-১২ সি ব্লকে তার বাসায় গিয়ে তালাবদ্ধ দেখা গেছে। একই বাসায় বসবাসকারী কামাল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে তার সঙ্গে সর্বশেষ দেখা হয়েছে। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত বাসায় ছিলেন আশিক। এদিকে শনিবার আশিকের নিখোঁজের ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাসায় বসবাসকারী কামাল। ডায়েরি নম্বর-৫০৫। আশিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়ায়।
এদিকে আশিক নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে প্রশাসনকে তার অবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির।
(দ্য রিপোর্ট/টিএস/এস/এইচএসএম/ডিসেম্বর ০৮, ২০১৩)