বাগেরহাটে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
বাগেরহাট সংবাদদাতা : ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন রবিবার সকালে বাগেরহাটে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা খুলনা-বরিশাল মহাসড়কের সুন্দরঘোনা মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে।
বাগেরহাটে খানজাহান আলী দরগাহ মাজার মোড়ে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ শেষে এক সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি এমএ সালাম, সহসভাপতি ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম, বিএনপি নেতা মোজাফফর রহমান আলম, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, মেহেবুবুল হক কিশোর, সরদার লিয়াকত আলী, হাদিউজ্জামান হিরো, সুজা উদ্দিন মোল্লা সুজন, হাফেজ আজমল হোসেন প্রমুখ।
অবরোধে বাগেরহাট থেকে দূরপাল্লার কোনো পরিবহন ও অভ্যন্তরীণ রুটে বাস, ট্রাক ও টেম্পো চলাচল করেনি।
(দ্য রিপোর্ট/এএস/এফএস/এস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৩)