দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের রাজনৈতিক সমস্যা সমাধানে বিদেশিদের হস্তক্ষেপ লজ্জার বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।

জাতীয় প্রেসক্লাবে রবিবার ‘হরতাল-অবরোধ দিয়ে মানুষ হত্যা-দেশবাসীর ভাবনা : সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর বাংলাদেশ সফর নিয়ে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বিরোধীদলীয় নেত্রী সাড়া না দেওয়ার কারণেই আজকে বিদেশিদের দূতিয়ালি দরকার হচ্ছে। এমন দূতিয়ালি লজ্জার হলেও আমরা তারানকোর সফরকে স্বাগত জানাই।

জাতীয় পার্টির বিষয়ে মন্ত্রী বলেন, এরশাদ সকালে এক ধরনের নাটক এবং বিকেলে আরেক ধরনের নাটক করেন। নাটকের শেষ দৃশ্যের জন্য অপেক্ষা করুন। তা গণতন্ত্র ও নির্বাচনের পক্ষেই যাবে।

হাছান মাহমুদ বলেন, বিরোধী দল বিশেষ পরিস্থিতি তৈরি করে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি করতে চায়। ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের আশা পূর্ণ হতে দেওয়া হবে না। সকল অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হবে। নির্বাচন কমিশন ঘোষিত ৫ জানুয়ারি নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে।

বিএনপি জামায়াতের পেটে ঢুকে গেছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় তারা নির্বাচন চায় না। বিএনপিও জামায়াতের ধারায় চলছে। বিএনপির কাছে দল ও দেশ বড় নয়। খালেদা জিয়ার দুর্নীতিবাজ সন্তানরা বড়।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, সাম্যবাদী দল ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক হারুণ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিরিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি চিত্তরঞ্জন দাস। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি।

(দ্য রিপোর্ট/বিকে/এস/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)