দ্য রিপোর্ট ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় এবার অলিম্পিক থেকে নিষিদ্ধ হতে যাচ্ছে ভারত। এমনটাই জানিয়েছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান থমাস বেচ।

গত মঙ্গলবার বেচ বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে ভারতের অবস্থান এখনো দৃঢ় হয়নি। এমনটি চলতে পারে না। এজন্য অলিম্পিকে ভারতের অংশগ্রহণ অনিশ্চয়তার মাঝে পড়েছে।’

ভারত যদি নিষিদ্ধ হয় তবে তা হবে আইওসির নিষিদ্ধের তালিকায় বিশ্বের দ্বিতীয় কোন দেশ। ৪০ বছর আগে বর্ণবাদে জাতিগত বিভক্তির কারণে দক্ষিণ আফ্রিকা দলকেও বহিস্কার করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

তাই যদি হয় তবে আসন্ন অলিম্পিকে ভারতের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে। তবে শেষ চেষ্টাটা করে যাচ্ছে ভারতের অলিম্পিক কমিটি। ইতোমধ্যেই তারা দৌড়ঝাঁপ শুরু করেছে। রবিবার তারা দিল্লিতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কামিটির প্রধানের সঙ্গে বৈঠকে মিলিত হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে থমাস বেচ বলেছেন, ‘আমরা অপেক্ষায় আছি শেষ পর্যন্ত কী হয়। যদি কোন সমাধানে না আসা যায়, তবে আমরা আমাদের কাজ করব।’

এক বছর আগেই ভারতের অলিম্পিক কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে অলিম্পিক কমিটির নির্বাচনে অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপের কথা। এই এক বছরে তার থেকে উন্নতি করতে পারেনি ভারত। তাই এমন সিদ্ধান্তে এসেছে অলিম্পিক কমিটি।

এপিকে সাক্ষাৎকারে থমাস বেচ আরো বলেছেন, ‘যদি ভারত দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান শক্ত করে আর এখানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে তবেই সবকিছু ঠিক হয়ে যাবে।’

সম্প্রতি আইওসি কুয়েত, পানামা ও ঘানায় একই কারণে অলিম্পিক গভর্নিং বডির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।

(দ্য রিপোর্ট/এমআই/এস/জেএম/ডিসেম্বর ৮, ২০১৩)