নির্বাচনকালীন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক সোমবার
দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনকালীন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক বসছে সোমবার। এর আগে গত ২৫ নভেম্বর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা ও উপপ্রধান তথ্য কর্মকর্তা এ এফ এম আমিনুল ইসলাম রবিবার দুপুরে দ্য রিপোর্টকে মন্ত্রিসভার বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
একটি সূত্র জানিয়েছে, বৈঠকে তেমন উল্লেখযোগ্য কোন আলোচ্যসূচি নেই। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা গেছে।
গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়নি। মনোনয়নপত্র দাখিল নিয়ে মন্ত্রিসভার সদস্যরা ব্যস্ত থাকায় সেদিন বৈঠক হয়নি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২ ডিসেম্বর সোমবার। আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।
গত ২১ নভেম্বর পুনর্গঠিত মন্ত্রিসভার দফতর বণ্টন করা হয়। নির্বাচনকালীন মন্ত্রিসভা ২৯ সদস্য (প্রধানমন্ত্রীসহ) বিশিষ্ট। এরমধ্যে ২১ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ৭ জন। মন্ত্রীদের মধ্যে নতুন ৬ জন ও পুরনো ১৬ জন। প্রতিমন্ত্রীদের মধ্যে নতুন দুই জন, মহাজোট সরকারের ৫ জন রয়েছেন। পুনর্গঠিত এ মন্ত্রিসভায় মহাজোট সরকারের ১৬ মন্ত্রী ও ১৪ জন প্রতিমন্ত্রীর বাদ পড়েন।
(দিরিপোর্ট/আরএমএম/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)