‘জাতিসংঘ চায় সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন’
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠক শেষে ড. কামাল হোসেন বলেন, ‘জাতিসংঘ চায় সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন। যাতে করে সংঘাত সংঘর্ষের অবসান হয়।’
রবিবার বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক চলে সোয়া চারটা পর্যন্ত।
সুশীল সমাজের পক্ষ থেকে তাদের কী পরামর্শ দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, ‘আমরাও চাই সবদলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হোক।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘২০০৮ সালে জাতিসংঘের প্রচেষ্টায় সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এবারও তাদের এ প্রচেষ্টা সফল হবে।’
এ সময় তাকে তফসিল পেছানো সম্ভব কিনা- প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ সম্ভব।’
বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধির মধ্যে ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সিনিয়র আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক. তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার প্রমুখ।
(দ্য রিপোর্ট/কেএ/নূরু/এএস/জেএম/এমডি/ডিসেম্বর ০৮, ২০১৩)