দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় ১৭ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, কক্সবাজার, লালমনিরহাট, নেত্রকোনা, শেরপুর, নারয়ণগঞ্জ সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।এসব জেলায় নতুন করে পরীক্ষা নেওয়া হবে।

প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ পদক্ষেপ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম আশরাফুল ইসলাম পরীক্ষা বাতিলের কথা জানিয়ে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ‘হুয়াংহু’ ও ‘মেসিসিপি’ সেট ফাঁস হয়েছে বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে। লিখিত পরীক্ষা সাত সেট প্রশ্নের মাধ্যমে নেওয়া হয়েছে। ‘হুয়াংহু’ ও ‘মেসিসিপি’ সেটে নেওয়া জেলাগুলোতে পরীক্ষা বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া জেলাগুলোতে আগামী ১৫ দিনের মধ্যে নতুন করে পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য ৮ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা ছাড়া এ পরীক্ষা দেশের ৬১টি জেলায় একযোগে অনুষ্ঠিত হয়। এতে নয় লাখ ৬৮ হাজার ১২৭ জন অংশ নেন।

পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় ১১ নভেম্বর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীরের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

(দ্য রিপোট/আরএমএম/নূরু/এইচএসএম/ডিসেম্বর ০৮, ২০১৩)