রাঙ্গামাটি সংবাদদাতা : কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সোমবার রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ছাত্রদল। রবিবার ১৮ দলের ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে রাঙ্গামাটি জেলা ছাত্রদল নেতারা এই হরতালের ঘোষণা দেন।

এদিকে ১৮ দলের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাঙ্গামাটির অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক ও নৌপথে সব ধরনের যানচলাচল বন্ধ ছিল। অবরোধের সমর্থনে ১৮ দলের নেতাকর্মীরা তবলছড়ি, বনরূপা, কলেজগেট, রিজার্ভ বাজার এলাকায় রাস্তায় অবস্থান নিয়ে পিকেটিং করে। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এমএইচ/নূরু/এএস/ডিসেম্বর ০৮, ২০১৩)