দ্য রিপোর্ট ডেস্ক : জাতিসংঘের মহাসচিব বান কি-মুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণ অনুষ্ঠানে যোগ দেবেন। জাতিসংঘের তরফ থেকে এ খবর জানানো হয়েছে।

তার কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে প্যারিস থেকে দক্ষিণ আফ্রিকায় যাবেন বান কি-মুন। বুধবার তিনি নিউইয়র্ক ফিরে যাবেন বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।

জোহানেসবার্গের ৯৫ হাজার আসনবিশিষ্ট ‘সকার সিটি স্টেডিয়ামে’ মঙ্গলবার ম্যান্ডেলার স্মরণ অনুষ্ঠান হবে। জনসাধারণের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তিনদিন ধরে ম্যান্ডেলার দেহ প্রিটোরিয়ার রাস্তা দিয়ে জোহানেসবার্গে নেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ বুশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ধর্মীয় নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিশ্বের বিভিন্ন পেশার মানুষ ম্যান্ডেলার শেষকৃত্যে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। (সূত্র: এএফপি)

(দ্য রিপোর্ট/কেএন/নূরু/এমডি/ডিসেম্বর ০৮, ২০১৩)