‘নির্বাচনে বিরোধী দল না থাকলে কেউ ভোট দিতে যাবে না’
দ্য রিপোর্ট জ্যেষ্ঠ প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘যে কোনো নির্বাচনেই একটা বিরোধী দল না থাকলে কেউ ভোট দিতে যাবে না এবং নির্বাচনের গ্রহণযোগ্যতাও প্রশ্নের সম্মুখীন হবে।’
একইসঙ্গে তিনি বলেন, চলমান পরিস্থিতিতে বিএনপির সঙ্গে সমঝোতা হতে হলে প্রথম শর্তই হবে অবরোধ প্রত্যাহার করা। অন্যথায় কোনো সংলাপ-ই হতে পারবে না।
তিনি বলেন, ‘তুমি মারধর করবে, মানুষের জীবন বিপন্ন করবে, আর এরপর তুমি চাও আমি তোমার সঙ্গে বসে কথা বলবো!’
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির সঙ্গে সরকারের সমঝোতা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
তবে ‘বিএনপির সঙ্গে সমঝোতা হবে কি না’- এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘আই ডোন্ট নো। কারণ এ প্রক্রিয়ার সঙ্গে আমি সম্পৃক্ত নই। তবে দুই পক্ষের দূরত্ব খুব বেশি নয়। বিএনপি চায় শেখ হাসিনা বাদ দিয়ে সরকার, কিন্তু এটা সম্ভব নয় বলে প্রধানমন্ত্রী সম্প্রতি বলে দিয়েছেন।’
প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘২০১১ সালে সংবিধান সংশোধনকালে বিএনপি কোনো কথা বলেনি। এখন নির্বাচন উপলক্ষে তারা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করার কথা বলছেন। কিন্তু এটা বলার উপযুক্ত জায়গা ছিল সংসদে। পরবর্তীতে গত বাজেট অধিবেশনে বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন যে, আপনাদের কিছু বলার থাকলে আসেন, বলেন, আমরা বিবেচনা করবো। সেই প্রস্তাবও বিএনপি গ্রহণ করেনি। সর্বশেষ বিএনপি ঠিক করেছিল যে, তারা সংসদে যাবে এবং এ সংক্রান্ত একটা মূলতবি প্রস্তাবও উঠাবে। কিন্তু তারা যখন জানতে পারলো যে, তাদের মূলতবি প্রস্তাব গৃহীত হবে, তখন তারা ঠিক করলো যে, এ প্রস্তাব তারা উঠাবে না।
‘এটা কোন্ ধরনের রাজনীতি’ এমন প্রশ্ন তুলে মুহিত বলেন, ‘এটা অত্যন্ত নিকৃষ্ট পলিটিক্স এবং প্রো-পাওয়ার সেক্টর পলিটিক্স।’
নির্বাচন পেছানো বা তফসিল পরিবর্তন করা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের বিষয়। সব দল চাইলে তারা এ বিষয়ে ঘোষণা দিতে পারে। তবে জানুয়ারির ২৪ তারিখের আগে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে তাদের।
(দ্য রিপোর্ট/ এসআর /নূরু/এমডি/ ডিসেম্বর ০৮, ২০১৩)