বগুড়া সংবাদদাতা : জেলার শাজাহানপুর অবৈধভাবে নদী থেকে বালু তোলার সময় মশিউর নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জারিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত রবিবার দুপুরে আড়িয়া পালপাড়ার পেছনে করতোয়া নদী থেকে ড্রেজিং মেশিনসহ ওই ব্যবসায়ীকে আটক করে।

শাজাহানপুর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ওই স্থানে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালু তুলে আসছিলেন ব্যবসায়ী মশিউর। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামানের ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

শাজাহানপুর থানার অফিসার্স ইনচার্জ (সার্বিক) মাহমুদুল আলম ও সঙ্গীয় ফোর্স এসময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএআর/ডিসেম্বর ০৮, ২০১৩)