দ্য রিপোর্ট প্রতিবেদক : অবৈধভাবে প্রায় ৪০০ লোকবল নিয়োগের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের অধ্যক্ষ ড. মু. আব্দুল জলিল মিয়াসহ দুজনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই মামলাটি দায়ের করা হবে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের (রংপুর) উপ-পরিচালক আব্দুল করিম মামলা দায়েরের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, ড. মু. আব্দুল জলিল মিয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনকালে এ দুর্নীতি সংঘটিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. শাহজাহান আলী মন্ডলকে এ মামলার অপর আসামি হিসেবে দেখানো হচ্ছে।

সূত্র আরও জানায়, ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অনুমতি ছাড়া ড. মু. আব্দুল জলিল মিয়া প্রায় ৪০০ কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেন। মোট পাঁচ বছর সময়ে এসব নিয়োগ সম্পন্ন হয়। দুদকের অনুসন্ধানে অবৈধ নিয়োগের বিষয়টি প্রমাণিত হওয়ায় কমিশন একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করা হবে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমএআর/ডিসেম্বর ০৮, ২০১৩)