দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই’ বলে জানিয়েছেন নির্বাচনকালীন সরকারের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বরিশাল-পটুয়াখালী সড়কে পায়রা সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে চুক্তি স্বাক্ষর করেন।

যোগাযোগমন্ত্রী বলেন, তফসিল অনুযায়ী আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। নির্বাচন কমিশনকে সহযোগিতা করছি। এরপর কি হবে তা নিয়ে দলীয়ভাবে কোন সিদ্ধান্ত হয়নি।

তিনি আরো বলেন, ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। ৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

‘এই মুহূর্তে সরকারের সামনে নির্বাচন ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই’ জানিয়ে কাদের বলেন, ‘নির্বাচনের সময় বাড়ানোর বিষয়টি এখন নির্বাচন কমিশনের হাতে।’

‘সমঝোতার চেষ্টা এখনও চলছে’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘সংলাপ ও সমঝোতা একটি চলমান প্রক্রিয়া। এটি বন্ধ হবে না।’

বিএনপি নির্বাচনে না এলে সমঝোতার জায়গাটি কি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটি আমি এখন বলতে পারবো না। এটি দলীয় সিদ্ধান্তের বিষয়।’

জরুরি অবস্থা জারির বিষয়ে মন্ত্রী বলেন, ‘জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এটা তো যখন-তখন ঘোষণা করা যায় না। কতটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে জরুরি অবস্থা জারি করা যায় তা সংবিধানে বলা হয়েছে।’

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রসঙ্গে কাদের বলেন, ‘এটি রুটিন ওয়ার্ক। এছাড়া রাষ্ট্রপতি দেশের অভিভাবক। দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতেই পারেন।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএআর/ডিসেম্বর ০৮, ২০১৩)