‘আইন ও সাংবিধানিক কাঠামোর মধ্যে তফসিল পেছানো সম্ভব’
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠক শেষে ৫টা ৫০ মিনিটে নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, ‘জাতিসংঘের প্রতিনিধি দল আমাদের কাছে জানতে চেয়েছেন সমঝোতা হলে তফসিল পেছানো সম্ভব কিনা। এর জবাবে আমরা জানিয়েছি আইন ও সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকলে তা করা সম্ভব।’
তিনি বলেন, ‘নির্বাচনসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। তাছাড়া নির্বাচনী প্রস্তুতি সম্পর্কেও তারা খোঁজখবর নেন।
(দ্য রিপোর্ট/এমএস/এমসি/এমডি/ডিসেম্বর ০৮, ২০১৩)