দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘নির্দলীয় সরকারের দাবি মেনে নিন, দেশকে আর সংঘাতময় করে তুলবেন না’- বলে সরকারের প্রতি রবিবার সন্ধ্যায় আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি।

গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মলনে তিনি এ আহ্বান জানান।

আর এ গনি বলেন, ‘আমরা এখনও আশা করি, সরকার জনগণের ভাষা বুঝতে পেরে গণদাবি মেনে নিয়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের ব্যবস্থা করবে। অন্যথায় উদ্ভুত যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।’

আর এ গনি বলেন, ‘চলমান গণআন্দোলন দমন করতে সরকার যেভাবে নির্যাতন নিপীড়ন শুরু করেছে তাতে ১৮ দলীয় জোটসহ গণতন্ত্রকামী জনগণ ভীত নয়। দমনের মাত্রা যত বৃদ্ধি পাবে আন্দোলনের মাত্রাও বাড়বে। রাজপথের আন্দোলন থেকে জনগণের দাবি জনগণই আদায় করে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।’

এসময় তিনি ৩য় দফা অবরোধের দ্বিতীয় দিনে সারা দেশের চিত্র তুলে ধরেন। তিনি দাবি করেন, এই কর্মসূচিতে এদিন ১৮ দলীয় জোটের এক জন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৫০ জন।

গ্রেফতার হয়েছে ৩৮০ জন। গুলিবিদ্ধ হয়েছে ১৫৭ জন। মামলা হয়েছে ২৫০০ জনের বিরুদ্ধে। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ১৮ দলের নয় নেতাকর্মী নিখোঁজ হয়েছে বলে দাবি করেন ড. গনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্ততর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এইচএস/এমডি/ডিসেম্বর ০৮, ২০১৩)