থাইল্যান্ডের বিরোধীদলের সাংসদদের গণপদত্যাগ
দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডের প্রধান বিরোধী দলের সাংসদরা পার্লামেন্ট থেকে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার ওই ঘোষণা দিয়ে দলটির পক্ষ দাবি করা হয় বর্তমান সরকার অবৈধ। দেশটিতে বিরোধীদের সর্বশেষ এই পদক্ষেপ চলমান রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করলো। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ডেমোক্রেট পার্টির মুখপাত্র চাভানন্দ ইন্তারাকোমইয়াসুত জানিয়েছেন, তার দল আর পার্লামেন্টে থাকতে পারবে না। কারণ সাধারণ মানুষের কাছে বর্তমান পার্লামেন্টের কোন গ্রহণযোগ্যতা নেই।
পার্লামেন্টে সংখ্যালঘু ডেমোক্রেটরা দেশটিতে চলমান সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের সমর্থন করে। তারা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে উৎখাত করে একটি অনির্বাচিত পিপলস কাউন্সিলের কাছে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে।
উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে ডেমোক্রেটরা পার্লামেন্টে জিততে পারেনি।
এর আগে ২০১১ সালে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিশাল ব্যবধান জয় পায় ইংলাক সিনাওয়াত্রা।
এদিকে গত মাসে শুরু হওয়া এই বিক্ষোভে কমপক্ষে পাঁচজন নিহত এবং ২৮৯ আহত হয়েছেন।
(দ্য রিপোর্ট/আদসি/এমডি/ডিসেম্বর ০৮, ২০১৩)