দ্য রিপোর্ট প্রতিবেদক : ফিফা বিশ্বকাপের ট্রফি কাছ থেকে দেখার সুযোগ, ছবিও তুলতে পারবেন অনেকে। এছাড়া অন্য কোনো চমক দিতে পারছেন না বিশ্বকাপ ট্রফি ট্যুরের আয়োজক কোকা-কোলা।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের আগে ৮৮ দেশ পরিভ্রমণ করবে ট্রফি। এ পরিক্রমায় ১৭ ডিসেম্বর বাংলাদেশে আসছে ট্রফিটি। অবস্থান করবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ট্রফির সঙ্গে কোনো খ্যাতনামা তারকা ফুটবলার বা কোচ কেউই আসছেন না। ট্রফিটি বাংলাদেশে অবস্থানকালে দেশের দুই শীর্ষস্থানীয় দল আবাহনী-মোহামেডানের মধ্যে একটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু তাও হচ্ছে না। শুধু নিয়মরক্ষার্থে কয়েকটি কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকছে বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি ভ্রমণের কার্যক্রম।

১৭ ডিসেম্বর দুপুরে বাংলাদেশে ট্রফি পৌঁছানোর পর রাজধানীর রেডিসন হোটেলে বিকালে এক সংবাদ সম্মেলন হবে। সম্মেলনের পর মিডিয়ার জন্য ৩০ মিনিট সময় থাকবে ট্রফিকে স্পর্শ করার। ওই দিন রাতে এক বড় মাপের ডিনার পার্টি দেয়া হবে। সেখানে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট নাগরিক ও বিদেশি ব্যক্তিরা। এর পরের দিনই ট্রফি উপলক্ষে মূল অনুষ্ঠান।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল থেকে ট্রফি থাকবে। দর্শকরা সারিবদ্ধভাবে ট্রফির কাছে পৌঁছাবেন এবং ছবি তুলবেন। বাফুফে এখনো বিষয়টি নিশ্চিত করতে পারেনি কতক্ষণ একজন দর্শক ট্রফির সামনে থাকতে পারবেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ৮, ২০১৩)