আসছে আবুল হায়াতের `মুক্তি কবে?’
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস উপলক্ষে এক ঘণ্টার নাটক নির্মাণ করলেন অভিনেতা ও পরিচালক আবুল হায়াত। ‘মুক্তি কবে?’ শিরোনামে সম্প্রতি এই নাটকের শুটিং শেষ হয়েছে।
প্রেমেন্দ্র মিত্রের গল্প অবলম্বনে ‘মুক্তি কবে?’ নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন আবুল হায়াত। এ সম্পর্কে তিনি বলেন, ‘গল্পের মূল কাঠামো ঠিক রেখে কিছুটা পরিবর্তন করেছি। নাটকের গল্পে দেখা যাবে, স্বাধীনতার ৪২ বছর পরেও মুক্তিযুদ্ধের বিরূদ্ধাচারীরা মাথা উচু করে দাঁড়িয়ে আছে। তাদের বিষ থেকে আমাদের মুক্তি কবে?’
‘মুক্তি কবে?’ নাটকটিতে অভিনয় করেছেন- শাহেদ শরীফ খান, নাজনীন চুমকি প্রমুখ।
১৬ ডিসেম্বরের আগেই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে এই নাটকটি।
(দ্য রিপোর্ট/ আইএফ/আইজেকে/ডিসেম্বর ০৮, ২০১৩)