ইউনূসের কথাবার্তা সন্ত্রাসীর মতো : মুহিত
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর চট্টগ্রামের লেডিস ক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি ও নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূস বলেছিলেন, ‘আমাদের বলতে হবে, যে গ্রামীণ ব্যাংকে হাত দেবে আমরা তার হাত ভেঙ্গে দেব।’
ড. ইউনূসের এই বক্তব্য সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘আমি এ বিষয়ে কোন মন্তব্য করবো না। উনি শান্তির দূত কিন্তু কথাবার্তা হয়ে গেছে সন্ত্রাসীর মতো।’ সরকারের পক্ষ থেকে ড. ইউনূসের হাত ভেঙ্গে দেওয়া হচ্ছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘তেমন কিছু নয়। আলোচনা হলে তো আমার জানার কথা। কারণ ভাঙ্গলে তো আমার হাতই ভাঙ্গবে। আমি আগেও বলেছি, এখনো বলছি- ইউনূস সাহেব একজন পুরোপুরি রাজনীতিবিদ।’
গ্রামীণ ব্যাংক আইন সংশোধন করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী জানান, আশা করছি আগামী রোববার সংসদে সংশোধিত আইন উঠবে। আইনের অধীনে বিধি প্রণয়ন করা হচ্ছে। এ বিধির অধীনে গ্রামীণ ব্যাংকের বোর্ড নির্বাচন করা হবে। এখনও বোর্ড গঠনের কোন দিন নির্বাচন হয়নি।
(দিরিপোর্ট২৪/রানা মাসুদ/এইচএস/ এমডি/অক্টোবর ২৩, ২০১৩)