৫ প্রশ্নে ফারিয়া
দ্য রিপোর্ট প্রতিবেদক : এ সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী ফারহানা শাহরীন ফারিয়া। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় এসেছেন তিনি। তার প্রথম চলচ্চিত্র সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’, যা শিগগির মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্য রিপোর্টের সঙ্গে চলচ্চিত্র ও অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন তিনি।
দ্য রিপোর্ট : কেমন আছেন?
ফারিয়া : খুব খারাপ। মনটাই ভেঙে গেছে, রাজনৈতিক অস্থিরতার কারণে চলচ্চিত্রটির মুক্তি তারিখ পিছিয়ে গেল। তাই কষ্টে আছি।
দ্য রিপোর্ট : তাহলে ‘আকাশ কত দূরে’ কবে মুক্তি পেতে পারে?
ফারিয়া : এখনো তেমনভাবে বলা যাচ্ছে না। তবে আশা করছি ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে।
দ্য রিপোর্ট : নাটকের কী খবর?
ফারিয়া : এর মধ্যে একটি নাটকও করিনি। আসলে নাটক করতে ইচ্ছে করছে না।
দ্য রিপোর্ট : তাহলে কী নিয়ে ব্যস্ত?
ফারিয়া : এর মধ্যে তিনটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করলাম। মাসুদ হাসান উজ্জ্বলের নির্দেশনায় একটি ব্যাংকের, নাসিরের নির্দেশনায় পানীয় প্রতিষ্ঠানের, সামির নির্দেশনায় একটি প্লাস্টিক কোম্পানির বিজ্ঞাপনচিত্র করলাম।
দ্য রিপোর্ট : দেশ নিয়ে কী ভাবছেন?
ফারিয়া : এতগুলো মানুষ পুড়ে যাচ্ছে। তা নিয়ে দুই নেত্রীর কোনো ভ্রূক্ষেপ নেই। নিরীহ মানুষ কেন ভুগবে? তারা দু’জন যদি বসে শান্তি চুক্তি করে সেই আশা করি।
(দ্য রিপোর্ট/ আইএফ/আইজেকে/ডিসেম্বর ০৮, ২০১৩)