ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করছে আইএইএ
দ্য রিপোর্ট ডেস্ক : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা ইরানের আরাক পানি উৎপাদনকেন্দ্র পরিদর্শন করছেন। সংস্থাটির পরিদর্শকরা দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর ওই পারমাণবিক স্থাপনাটি পরিদর্শন করছেন। একদিনের এই পরিদর্শন কার্যক্রম রবিবারই শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
জেনেভায় দুই সপ্তাহ আগে বিশ্ব শক্তিধর ছয়টি দেশের সঙ্গে ইরানের পরমাণু নিয়ে একটি চুক্তি হওয়ার পর তারা ওই কেন্দ্র পরিদর্শনে গেলেন। ওই চুক্তি অনুযায়ী ইরান আগামী ছয় মাস তাদের পরমাণু কর্মসুচির লাগাম টেনে ধরবে। আর এর বিনিময়ে বিশ্বশক্তি তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে।
ইরান চুক্তিকালীন এই ছয় মাসে আরাক কেন্দ্রটির কাজ বন্ধ রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
তবে আরাক পরমাণু কেন্দ্রের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। তাই এই কেন্দ্রটিকে খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়। কারণ যদি এর কাজ শুরু হয় তাহলে এখানে প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াজাতকরণ সম্ভব হবে।
বিশ্বের শক্তিধর কয়েকটি দেশ জানিয়েছে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র বানানোর মত যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে। তবে তেহরান বরাবরই দাবি করে আসছে যে, তারা কেবল আণবিক শক্তি উৎপাদনের জন্য কর্মসূচি পরিচালনা করছে।
(দ্য রিপোর্ট/আদসি/এমডি/ডিসেম্বর ০৮, ২০১৩)