পঞ্চগড়ে কৃষকের বাড়িতে বিএসএফের অগ্নিসংযোগ
পঞ্চগড় সংবাদদাতা : জেলার হাঁড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের টিয়াপাড়া গ্রামে এক কৃষকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিএসএফ। ভারতীয় টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা রবিবার সকালে এ ঘটনা ঘটায়।
ভুক্তভোগী কৃষক আসাদুল্লাহ জানান, ওই সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ২নং সাব-পিলার এলাকা দিয়ে ভারতের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের ১০-১৫ জন সদস্য টিয়াপাড়া এলাকায় প্রবেশ করে। তারা আমার বাড়িঘর ভাঙচুর করে ও আগুন দেয়। এসময় আমি জীবন বাঁচাতে পরিবারসহ বাড়ি ছেড়ে পালিয়ে যাই।
তিনি আরো জানান, বিএসএফ সদস্যরা যাওয়ার সময় তাদের এক সদস্যের টুপি ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
খবর পেয়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক, উপ-অধিনায়ক মেজর এ কে এম শামীম রেজা, মেজর নাজমুল হুদাসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিজিবির ঘাগড়া বিওপির সদস্যরা এই সীমান্তে টহল জোরদার করেছেন।
(দ্য রিপোর্ট/এমএলআর/এমএআর/ডিসেম্বর ০৮, ২০১৩)