দিরিপোর্ট২৪ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)এর সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেছেন, দেশি-বিদেশি মুরুব্বীরা যত চেষ্টাই করুন না কেন, দুই দলের পক্ষে সংঘাতের পথ এড়িয়ে যাওয়া বা নির্বাচনকালীন সরকার নিয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব নয়।

বুধবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ৩১ অক্টোবর দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গঠিত প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুল মালেক রতন বলেন, সংঘাত এড়িয়ে নির্বাচনকালীন সরকার নিয়ে স্থায়ী সমাধানের পথ বের করার জন্য তৃতীয় রাজনৈতিক শক্তির উপস্থিতি অপরিহার্য। তৃতীয় রাজনৈতিক শক্তি গঠনের পথ যতই কঠিন হোক না কেন, সমাজ চাহিদার কারণে তা গড়ে উঠবেই।দুই জোট বহির্ভূত সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও সুশীল সমাজকে দ্বিধা-দ্বন্দ্ব পরিহার করে এগিয়ে আসতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্তুতি কমিটির আহবায়ক এম এ গোফরানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন আতাউল করিম ফারুক, দেলওয়ার হোসেন, আশিষ কুমার সরকার, এস এম আনছার উদ্দিন, তাজুল ইসলাম, এ্যাড. কে এম জাবের, কাজী আবদুস সাত্তার, সুলতান আহম্মেদ বাচ্চু, জোসনা আক্তার, এ্যাড. মকবুল হোসেন প্রমুখ।

(দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/ এমডি/অক্টোবর ২৩, ২০১৩)