সিলেট সংবাদদাতা : জেলার ছাতকে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় আহত ছাত্রলীগ নেতা মাসুদুল ইসলাম মাসুদ (১৯) মারা গেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

মাসুদুল ইসলাম উপজেলার কালারুকা ইউনিয়নের দিগলবন্দ গ্রামের মৃত কালা মিয়ার পুত্র ও ছাতক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

ছাতক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারি চপল জানান, মাসুদুল ইসলাম ছাতক টেকনিকেল স্কুল এন্ড কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি।

ছাতকে অবরোধ পালনের সময় রবিবার দুপুরে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মাসুদুল ইসলাম মাথায় আঘাত পান। তাকে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই গৌতম মাসুদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ছাতকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে।

(দ্য রিপোর্ট/এম/এমএআর/ডিসেম্বর ০৮, ২০১৩)