চট্টগ্রামে পুলিশের টেম্পুতে ককটেল নিক্ষেপ
চট্টগ্রাম সংবাদদাতা : ১৮ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন এবং ছাত্রদলের সকাল-সন্ধ্যা হরতালে নগরীর ইস্পাহানি এলাকায় পুলিশের টেম্পুতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশসহ দুজন আহত হয়েছেন।
আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ জানান, রবিবার রাত ৭টায় ইস্পাহানি এলাকায় পুলিশবাহী একটি টেম্পুতে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পুলিশ কনস্টেবল মনির ও টেম্পুচালক রাজু আহত হন।
অপরদিকে দিদার মার্কেট এলাকায় হরতালকারীদের ছোড়া ককটেলে সবুজ চৌধুরী নামে এক ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। নগরীর দেওয়ানহাটের বাসা থেকে বের হয়ে এক্সিম ব্যাংক খুলশী শাখার কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন তিনি।
এদিকে বিকেল ৪টার দিকে নগরীর দুই নম্বর গেট এলজিউডি ভবন এলাকায় একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এ ঘটনায় বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি।
নগর পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/ডিসেম্বর ০৮, ২০১৩)