নড়াইল সংবাদদাতা : নড়াইলে বিভিন্ন স্থানে রবিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত অন্তত ২০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এছাড়া জেলা সদর হাসপাতালের সামনের সড়ক থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। নড়াইল সদর হাসপাতালের সেকেন্ড অফিসার এসআই আতিকুর রহমান ককটেলটি উদ্ধার করেন।

নড়াইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান এ সকল ককটেল বিস্ফোরণের ঘটনা সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের বাসভবন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলীর বাসভবনের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটে। রাত সোয়া ৯টায় নড়াইল জেলা প্রশাসকের বাসভবন ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটে। রাত পৌনে ৯টায় শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাঁধাঘাট ও উৎসব কমিউনিটি সেন্টারের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটে।

এছাড়া নড়াইল শহরের রূপগঞ্জ চৌরাস্তা, সার্কিট হাউজ, রেজিষ্ট্রি অফিস, ঘোড়াখালী মোড়সহ বিভিন্ন পয়েন্টে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। রাত সোয়া ১০টার দিকে শহর সংলগ্ন সীমাখালী এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/এসকে/ডিসেম্বর ০৮, ২০১৩)