সাভার সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে সাভারের রাজফুলবাড়ীয়ায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে।

রবিবার রাত সাড়ে ৮টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেহেনা পারভীন মারা যান বলে জানিয়েছেন পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবরোধ চলাকালে ২ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা রাজফুলবাড়ীয়ায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় চলন্ত বাস থেকে লাফিয়ে পড়লে তিনি গুরুতর আহত হন।

তিনি জানান, নিহত রেহেনা পারভীনের গ্রামের বাড়ি আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকায়। এর আগে শুক্রবার রাতে রতন সাহা নামে আরো একজনের মৃত্যু হয়। তিনি সাহা এজিজ টেক্সটাইল নামে একটি কারখানার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বড় বোন শাওন আক্তার জানান, রেহানা ওইদিন বাসে চড়ে ঢাকায় তাদের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ঘটনার সময় সেও সবার মতো চলন্ত বাস থেকে লাফিয়ে নামার চেষ্টা করে। এ সময় মাথায় গুরুতর আঘাত পায় রেহানা। সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

শোকাহত শাওন আক্তারের একটাই জিজ্ঞাসা- কেন তার বোন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হল?

(দ্য রিপোর্ট/এসএস/এসবি/এসকে/ডিসেম্বর ০৯, ২০১৩)