দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের চার রাজ্যের বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সব কয়টি রাজ্যেই ক্ষমতাসীন কংগ্রেসকে হারিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা। খবর এনডিটিভির।

দিল্লির ৭০টি আসনের মধ্যে ৩২টিতে জয়লাভ করেছে বিজেপি ও ৮টিতে কংগ্রেস, ছত্তিশগড়ের ৯০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৯টি ও কংগ্রেস ৩৯টি, মধ্য প্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৬৫টি ও কংগ্রেস ৫৮টি, রাজস্থানের ১৯৯টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৬২টি ও কংগ্রেস পেয়েছে ২১টি।

দিল্লিতে চমক দেখিয়েছে নতুন রাজনৈতিক দল আম আদমি পার্টি (এএপি)। এ রাজ্যে কংগ্রেসকে পেছনে ফেলে ২৮টি আসন দখল করেছে তারা।

২০১৪ সালে অনুষ্ঠেয় দেশটির সাধারণ নির্বাচনের আগে এ রাজ্যগুলোর নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে প্রধান দুই দল। বিজেপির জন্য তো এটাকে অনেকে সেমিফাইনাল হিসেবে ঘোষণা করেছেন। ফাইনালের আগে তাই অনেকটাই এগিয়ে গেল বিজেপি।

এ নির্বাচনকে গুরুত্ব দিয়ে সার্বক্ষণিক নজরদারি করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। পরাজয়ের পর এর কারণ অনুসন্ধানের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে তার ছেলে রাহুল গান্ধী তো বলেই ফেলেছেন, এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আমাদের বার্তা পৌঁছে দিল। আমাদের অবশ্যই এ বার্তা হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ০৯, ২০১৩)