মধ্য আফ্রিকান রিপাবলিকের ওপর নিয়ন্ত্রণ নেই প্রেসিডেন্টের
দ্য রিপোর্ট ডেস্ক : মধ্য আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট বলেছেন দেশটির ওপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। প্রেসিডেন্ট মাইকেল জোতোদিয়া বলেন, ‘আমি দেশটিতে সশস্ত্র দলগুলোর লড়াই বন্ধ করতে পারছি না।’
প্রেসিডেন্ট জোতোদিয়া বলেন, ‘দেশের ওপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ নেই। আমি কেবল আমার লোকদের নিয়ন্ত্রণ করতে পারছি। যারা আমার লোক নয়, তাদের নিয়ন্ত্রণ করতে পারছি না।’
রেডক্রস জানিয়েছে, ইসলামপন্থি সেলেকা ও খ্রিস্টানপন্থি অ্যান্টি-বালাকার মধ্যে তিন দিনের সংঘর্ষের পর ৪০০ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাহিনীর হাজার হাজার সদস্য দেশটিতে আসতে শুরু করেছে। দেশটিতে ইতোমধ্যে আফ্রিকান ইউনিয়নের আড়াই হাজার সেনা রয়েছে। তারা আরও সাড়ে তিন হাজার সেনা পাঠাচ্ছে। অন্যদিকে ১২০০ ফরাসি সেনার সঙ্গে আরও চারশ সেনা যোগ দিচ্ছে।
দেশটির কর্তৃপক্ষ শনিবার আন্তর্জাতিক বাহিনী ও প্রেসিডেন্টসিয়াল গার্ডের সদস্য ব্যতীত অন্য কাউকে রাস্তায় না থাকার আদেশ দিয়েছে। রাজধানী বেনগুয়ের একটি হাসপাতালে সেলেকা অস্ত্রধারীরা হামলা চালানোর পর কর্তৃপক্ষ এই আদেশ জারি করে।
বন্দুকধারীরা ওই হাসপাতাল থেকে আহতদের টেনে হিচড়ে বের করে। এ সময় তারা কমপক্ষে দশজনকে গুলি করে হত্যা করে। এরপরই ওই হাসপাতালটিকে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজে-কে সেলেকাকে উৎখাত করে অস্ত্রধারীরা। এরপর মাইকেল জোতোদিয়া দেশটির প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।
(দ্য রিপোর্ট/আদসি/এসকে/এসবি/ডিসেম্বর ০৯, ২০১৩)