দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের তৃতীয় দিন সোমবার পালন করছে জোটটি।

এদিকে ‘সরকারের পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ডের ষড়যন্ত্র’ এর প্রতিবাদে জামায়াতে ইসলামী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে।

সকাল থেকে অবরোধ ও হরতাল চলাকালে রাজধানীতে কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে স্বল্প সংখ্যক যানবাহন চলাচল শুরু করেছে।

বৃহস্পতিবার বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ অজ্ঞাত স্থান থেকে এক বার্তায় এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। চলবে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত।

এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রবিবার রাতে এক বিবৃতিতে দেশব্যাপী হরতাল এ কর্মসূচি ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এসবি/ডিসেম্বর ০৯, ২০১৩)