বরিশালে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ
বরিশাল সংবাদদাতা : সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে বরিশালে চলছে ১৮ দলের ডাকা অবরোধের তৃতীয় দিন। একইসঙ্গে শুরু হয়েছে ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।
সোমবার সকালে অবরোধ ও হরতাল চলাকালে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল করছেনা। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। নগরীতে যান চলাচল করছে।
সকাল ৭টায় লাখোটিয়া সড়কের শারর্শী বাজারে গাছের গুড়ি ফেলে অগ্নিসংযোগ করে বিএনপির কর্মীরা। এ সময় ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। ভোর ৬টায় বরিশাল ঢাকা মহাসড়কের কাশীপুরে ছাত্রশিবির পেট্রেল ঢেলে সড়কে অগ্নিসংযোগ করে। জামায়াতে ইসলামী সকাল সাড়ে ৭টায় নবগ্রাম রোডে বিক্ষোভ মিছিল করে।
নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটেলিয়ান, র্যাবের টহল দলের পাশাপাশি ৬০০ পুলিশ মোতায়েন আছে। নগরীর রূপাতলী থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।
(দ্য রিপোর্ট/বিএস/এসবি/ডিসেম্বর ০৯, ২০১৩)