কেরানীগঞ্জ ও সাভারে ৫ গাড়িতে আগুন
দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলীয় জোটের অবরোধের শেষদিন ও জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সোমবার সকালে রাজধানীর কেরানীগঞ্জে ও সাভারে ৫টি বাসে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সকাল সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জে ৩টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে সাভার বাসস্ট্যান্ডে ১টি ও সাভার ইপিজেড পলাশী মোড়ে ১টি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ভোজন সরকার বলেন, হরতাল ও অবরোধের সমর্থনকারীরা কেরানীগঞ্জে ভোর সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে ৩টি বাসে আগুন দেয়। গাড়িগুলো সম্পূর্ণ পুড়ে যাওয়ার আগেই ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভোজন সরকার আরও বলেন, প্রায় একই সময়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ১টি ও সাভার ইপিজেড পলাশী মোড়ে ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এই দুই জায়গায়ই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার প্রয়োজন হয়নি।
আগুন দেওয়া বাসগুলোতে কোন যাত্রী ছিল বলে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।
(দ্য রিপোর্ট/কেজেএন/শাহ/জেএম/ডিসেম্বর ০৯, ২০১৩)