বাড্ডায় শিবিরের মিছিল : পুলিশের গুলি, আটক ৩
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাড্ডা নয়ানগর এলাকায় শিবিরকর্মীরা রাস্তা অবরোধ করতে এলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ ৩ শিবিরকর্মীকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে একটি মিছিল বের করে ২৫-৩০ জন শিবিরকর্মী। মিছিলটি নয়ানগর এলাকায় এলেই বাধা দেয় পুলিশ।
এছাড়া বাড্ডার নর্দ্দা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় পেট্রোল ঢেলে অবরোধের চেষ্টা করে শিবিরকর্মীরা। এ সময় পুলিশ বাঁধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ৩টি ককটেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮টি টিয়ারশেল ও ৬টি সাউন্ডগ্রেনেড ছোড়ে।
বাড্ডা থানার ওসি ইকবাল হাসান ঘটনা অস্বীকার করে বলেন, আমার এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি।
(দ্য রিপোর্ট/এএইচএ/এফএস/শাহ/জেএম/ডিসেম্বর ০৯, ২০১৩)