দিরিপোর্ট২৪প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, প্রস্তাব উত্থাপনের আগে খালেদা জিয়ার আরও সতর্ক হওয়া উচিত ছিল। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে তোফায়েল আহমেদ বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন,“১৯৯৬ এবং ২০০১ সালে অর্ন্তবর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ছিল ১৮ জন, ২০ জন নয়। বাকি যারা রয়েছেন তাদের মধ্যে ৪ জন মৃত্যুবরণ করেছেন এবং ২ জন অপারগতা প্রকাশ করেছেন । দেখা যাচ্ছে সেই ১৮ জনের মধ্যে ১০ জনও নেই ।”

বিরোধী দলীয় নেতা হোম ওয়ার্ক না করেই নির্বাচনকালীন সরকারের প্রস্তাব উত্থাপন করেছেন উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, “আজকে যেই ৯৬ এর নির্বাচনের কথা বলছেন, তার বিরোধীতা আপনারাই নির্বাচনের সময় করেছিলেন। আপনারাই বিভিন্ন সংবাদ সম্মেলনে বলেছিলেন ‘সুপরিকল্পিভাবে বিএনপিকে হারানো হয়েছে ’,‘সূক্ষ্ম কারচুপি নয় এবার পুকুরচুরি হয়েছে, তাহলে কিভাবে আমরা সেই উপদেষ্টাদের মধ্য থেকে ৫ জনকে খুঁজে বের করবো?”

তিনি ২০০১ সালের নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, “২০০১ এর নির্বাচনের সময় বেগম জিয়া এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে তত্ত্ববধায়ক সরকারকে কিছু সীমার মধ্যে থাকতে হবে। বেগম জিয়ার এই কথায় বোঝা যাচ্ছিল যে এতে তাদের জয়ী হওয়া নিশ্চিত। কাজেই এই তত্ত্ববধায়ক থেকেও ৫ জন খুঁজে বের করা মুশকিল।”

তোফায়েল আহমেদ বিরোধী দলের প্রস্তাবকে অসাংবিধানিক ও অবাস্তব উল্লেখ করে বলেন , ‘ভারত বা অস্ট্রেলিয়ায় নির্বাচনের আগে, সেই দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন না। তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী কেন নির্বাচনের আগে পদত্যাগ করবেন। আপনাদের আর কাউকে নিয়ে কোন সমস্যা নেই, কেবল ঐ একজন ব্যক্তি এবং পদকে নিয়ে কেন সমস্য?

(দিরিপোর্ট২৪/ম্যোমিতা/এইচএস/ এমডি/ অক্টোবর ২৩, ২০১৩)