বন্ড ছাড়বে ট্রাস্ট ব্যাংক
দ্য রিপোর্ট প্রতিবেদক: পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ টায়ার-২ নীতিমালা অনুযায়ী মূলধনী শর্তপূরণ করতে ২০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম)/বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট নীতি-নির্ধারক প্রতিষ্ঠানের অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্ত কার্যকর করা হবে। এজিএম এবং ইজিএমের বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে।
(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ৯, ২০১৩)