ধীর গতিতে চলছে লেনদেন
দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। শুরুতে লেনদেনের গতি অনেকটা স্বাভাবিক থকলেও দুপুর দেড়টার পর থেকে ধীর গতি লক্ষ্য করা গেছে বাজারে।
দুপুর দেড়টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩০৯ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ৫৬ লাখ।
রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪৩০২ পয়েন্টে অবস্থান করে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর দেড়টা পর্যন্ত ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৪১ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯২ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ৯, ২০১৩)