কিম জং উনের চাচা বরখাস্ত
দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের চাচা জাং সং থিককে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন ও মাদক গ্রহণসহ আরো কিছু বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। খবর আল জাজিরার।
এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর এই ব্যক্তিকে নভেম্বরেই অব্যাহতি দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে সোমবারের এই বরখাস্তের মাধ্যমে পিয়ংইয়ংয়ে নতুন নেতৃত্বের উত্থান ঘটছে। ২০১১ সালে সাবেক নেতা কিম জং ইলের মৃত্যুর পর দেশটিতে ক্ষমতাবান হয়ে ওঠেন তার ছেলে কিম জং উন।
দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ দলটির এক পলিটব্যুরো সদস্যের উদ্ধৃতি দেয়। পলিটব্যুরোর ওই সদস্যে সাম্প্রতিক এক বৈঠকের সূত্র ধরে বলেন, জাং ও তার অনুসারীরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িতে ছিলেন, যা আমাদের দল ও বিপ্লবকে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
ওই বৈঠকে জাংকে দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি এবং দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত দেওয়া হয়। কিম জং উন বৈঠকটি পরিচালনা করেন।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/শাহ/জেএম/ডিসেম্বর ০৯, ২০১৩)