চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকালক্ষ্মীপুর বিলের ধারে ঘোগার মাঠে অজ্ঞাত দুই ব্যক্তিকে গলাকেটে করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার গভীর রাতে সন্ত্রাসীরা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

এলাকাবাসী জানান, বিলের ধারে ঘোগার মাঠে সোমবার সকালে কৃষকরা কাজ করতে গিয়ে অজ্ঞাত দুজনের গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে গ্রামের পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে অথবা দলাদলিতে আধিপত্য বিস্তার করার জন্য এ জোড়া খুনের ঘটনা ঘটতে পারে। তবে নিহতদের পরিচয় পাওয়া গেলে অনেকটা নিশ্চিত হওয়া যাবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে।

পুলিশের এ ধারণার সঙ্গে একমত হতে পারেননি এলাকার সাধারণ মানুষ। তাদের মতে, সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নজর কাড়তে কোনো চরমপন্থী সংগঠন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশিদুল হাসান সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(দ্য রিপোর্ট/আরআর/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ০৯, ২০১৩)