দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু মন্ত্রিসভা বৈঠকে জাতীয় পার্টির সদস্যরা উপস্থিত হননি। বৈঠকের একাধিক সূত্র জাতীয় পার্টির নেতাদের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনকালীন মন্ত্রিসভায় জাতীয় পার্টির ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ও একজন উপদেষ্টা রয়েছেন। এরমধ্যে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, বেসমারিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী রওশন এরশাদ। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু রয়েছেন। উপদেষ্টা হিসেবে আছেন জিয়াউদ্দীন আহমেদ বাবলু।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা যতটুকু জানি স্যার (এবিএম রুহুল আমিন হাওলাদার) মন্ত্রিসভা বৈঠকে যোগ দেবেন না।’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার পরীক্ষিত চৌধুরীও একই কথা জানান।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানেও আসেননি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম।

সকাল সাড়ে ১১টায় মন্ত্রিসভা বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও সোয়া ১২টায় তা শুরু হয়। প্রধানমন্ত্রী সচিবালয়ে আসেন ১২টা ৫ মিনিটে।

গত ৩ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেন। সব দল নির্বাচনে অংশ না নেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

এর আগে, গত ৪ ডিসেম্বর নির্বাচনকালীন সরকারে থাকা দলের ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও একজন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগের নির্দেশ দেন এরশাদ। একইসঙ্গে ২৪৮টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করা দলীয় প্রার্থীদের দ্রুত মনোনয়নপত্র প্রত্যাহারেরও নির্দেশ দেন জাপা চেয়ারম্যান।

রবিবার জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, নির্বাচনকালীন সরকারে জাপার ৬ মন্ত্রী ও একজন উপদেষ্টার পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর দফতরে ডাকযোগে পাঠানো হয়েছে। জাতীয় পার্টির নেতারা সোমবারের মন্ত্রিসভা বৈঠকে যোগ দেবেন না বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমসি/শাহ/জেএম/ডিসেম্বর ০৯, ২০১৩)