বিজয় দিবসের প্যারেড বাতিল
দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরের প্যারেড বাতিল করা হয়েছে।
এ বিষয়ে আইএসপিআরের মহাপরিচালক শাহীনুর ইসলাম সোমবার দ্য রিপোর্টকে বলেন, জাতীয় প্যারেড অনুষ্ঠিত হচ্ছে না। এ সংক্রান্ত চিঠি আমাদের কাছে এসেছে।
কেন প্যারেড বাতিল করা হলো তা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ সরকারের এখতিয়ার। এসব বিষয়ে কিছু জানতে হলে মন্ত্রিপরিষদ বিভাগে যোগাযোগ করতে হবে।
তিন-চারদিন আগে বাতিলের চিঠি তাদের কাছে এসেছে বলে তিনি জানান।
পুলিশের পক্ষ থেকে জাতীয় প্যারেড কো-অর্ডিনেটর কমান্ড্যান্টস (ফিফথ এপিবিএন) সিদ্দাতউল্লাহ বলেন, জাতীয় প্যারেড অনুষ্ঠিত হচ্ছে না মর্মে পুলিশ সদর দফতর থেকে আমাদের জানানো হয়েছে। সে কারণে জাতীয় প্যারেডে অংশ নেওয়ার আয়োজন বাতিল করা হয়েছে। ইতোমধ্যে সব সদস্যকে এটি জানানো হয়েছে।
লালবাগ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) আবিদা সুলতানা জানিয়েছেন, পুলিশ সদর দফতর থেকে আমরা প্যারেড বাতিলের ঘোষণা পেয়েছি।
(দ্য রিপোর্ট/কেজেএন/শাহ/জেএম/ডিসেম্বর ০৯, ২০১৩)