থাইল্যান্ডে নির্বাচনের তারিখ ঘোষণা
দ্য রিপোর্ট ডেস্ক : নতুন একটি ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির ২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে থাইল্যান্ডের সংসদ নির্বাচন। এই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন। খবর সিএনএনের।
এর আগে বিরোধী দলের সব সদস্যের পদত্যাগের ভিত্তিতে দেশটির প্রধানমন্ত্রী রবিবার সংসদ ভেঙ্গে নির্বাচনের ঘোষণা দেন।
দেশটির সরকারি মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বলা হয়, সরকারি দল ইংলাককে নির্বাচনের বাইরে রাখতে চায়।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/শাহ/জেএম/ডিসেম্বর ০৯, ২০১৩)