বান্দরবান-চট্টগ্রাম সড়কে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
বান্দরবান সংবাদদাতা : ১৮ দলে অবরোধ ও জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালে বান্দরবান-চট্টগ্রাম প্রধান সড়কে অসংখ্য গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় মহেন্দ্র, মোটরসাইকেলসহ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে হরতালকারীরা। এ ঘটনায় দুই চালক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবির রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করায় বান্দরবান-চট্টগ্রাম সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিরাপত্তা বাহিনী ও পুলিশের কয়েকটি গাড়িও সোমবার সকালে দস্তিদারহাট সড়কে আটকে পড়ে। দীর্ঘসময় আটকে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই সড়ক থেকে গাছগুলো সরানোর চেষ্টা করে।
এদিকে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বান্দরবান-চট্টগ্রাম প্রধান সড়কের কয়েকটি স্থানে লাঠিসোটা নিয়ে মিছিল করে। হরতালে বান্দরবান-চট্টগ্রাম, বান্দরবান-কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
(দ্য রিপোর্ট/এমএএস/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ০৯, ২০১৩)