গাজীপুরসংবাদদাতা : রাজধানীতে বিরোধী দলের সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় মঙ্গলবার রাতে গাজীপুরের বিভিন্ন থানা এলাকা থেকে বিএনপি ও জামায়াতের ৫৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকদের অধিকাংশকে অন্যের বাসায় পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নাশকতার আশঙ্কায় কাপাসিয়া থানা এলাকা থেকে বিএনপি ও জামায়াতের ১০ জনকে আটক করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, একই অভিযোগে শ্রীপুর থানায় মোট ৮ জনকে আটক করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, থানা পুলিশ বিরোধী দলের ৬ নেতাকর্মীকে আটক করেছে। তবে এরা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শকএকরামুল ইসলাম দিরিপোর্ট২৪কে বলেন, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় জয়দেবপুর থানা এলাকা থেকে ২১জন বিএনপি ও জামায়াতের কর্মী আটক করা হয়।

এ ছাড়া টঙ্গী থানায় ৭ জন ও কালীগঞ্জ থানায় আব্দুল লতিফ নামে এক জামায়াত কর্মীকে আটক হয়।

আটকের ব্যাপারে জেলা পুলিশ সুপার আব্দুল বাতেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, কে জামায়াত বা কে বিএনপি সেটা দেখা হয়নি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/আইজেকে/এমডি/অক্টোবর ২৩, ২০১৩)