রংপুর সংবাদদাতা : জেলা আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে আওয়ামী লীগের আট কর্মী আহত হয়েছেন। নগরীর পুরাতন সদর হাসপাতাল মসজিদের সামনে সোমবার বেলা ১টায় এ ঘটনা ঘটে। আহতেরা হলেন- আবুল খায়ের, মিজানুর রহমান, রমজান আলী, তুহিন, সোহেল, রানা, শামিম ও সাগর।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহাবুদ্দিন খলিফা দ্য রিপোর্টকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

মিছিলে বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা হামলা করেছে বলে দাবি করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি তুষার কান্তি মণ্ডল।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর বেতপট্টি মোড় দলীয় কার্যালয় থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিয়ার রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের নেতৃত্বে একটি হরতালবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি পুরাতন সদর হাসপাতালের সামনে গেলে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে কমপক্ষে আটজন আহত হয়েছেন।

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে দুপুরে নগরীর কাচারীবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ।

(দ্য রিপোর্ট/আরএস/এমএইচও/শাহ/এএস/ডিসেম্বর ০৯, ২০১৩)