‘সংলাপেই সমঝোতা’
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক দলগুলো ‘সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছবে’ বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সোমবার দুপুর ২টা ২০ মিনিটে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ সবার সঙ্গে কথা বলেছি। আশা করছি বর্তমান রাজনৈতিক অবস্থার পরিবর্তন হবে।
জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল আরো বলেন, বিজ্ঞ রাজনীতিবিদরা সমাঝোতা করতে যদি ব্যর্থ হন তবে রাজনৈতিক হানাহানি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
তিনি এসময় সমস্ত মিডিয়ার কাজের প্রশংসা করেন।
দুপুর ২টায় শেরেবাংলা নগর নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন তারানকো।
বৈঠক প্রসঙ্গে বিকেলে সিইসি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। আমরা অপেক্ষা করি।
(দ্য রিপোর্ট/এমএস/শাহ/রা/এমএআর/ডিসেম্বর ০৯, ২০১৩)