অবরোধ বাড়ল শুক্রবার ভোর ৬টা পর্যন্ত
দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলীয় জোটের অবরোধের সময়সীমা আগামী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার দুপুরে এক ভিডিও বার্তায় অবরোধ বৃদ্ধির এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি, নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল ও আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা সারাদেশব্যাপী তৃতীয় দফার ৭২ ঘণ্টার অবরোধ মঙ্গলবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা। এরই মধ্যে নতুন অবরোধ কর্মসূচির ঘোষণা এলো।
ভিডিও বার্তায় শুক্রবার বাদ জুমা সারাদেশে গায়েবানা জানাজা, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে আলোচনা, ১৫ ডিসেম্বর সারাদেশে বিক্ষোভ, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আলোচনা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেন সালাউদ্দিন আহমেদ।
(দ্য রিপোর্ট/এমএইচ/শাহ/জেএম/ডিসেম্বর ০৯, ২০১৩)